উপশহরে ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

সুরমা টাইমস ডেস্ক :: সিলেট নগরীর শাহজালাল উপশহরে এবিসি পয়েন্টে ছাত্রলীগের দুই পক্ষে ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার রাত সাড়ে ৮ টার দিকে সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগ নেতা সালেহ আহমদ সেলিম ও যুবলীগ নেতা শামীম ইকবালের সাথে যুবলীগ নেতা জাকিরুল আলম জাকির ও নাহিদ রহমান সাব্বিরের গ্রুপের অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে এ ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের লোকজনকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এখন পরিস্থিতি শান্ত আছে। অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।
উপশহর পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা এস আই জয়ন্ত দে বলেন- উপশহর এবিসি পয়েন্টে দু’টি পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। উভয় পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপ করে। দুই পক্ষেরই কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তবে কেউ গুরুতর আহত হননি।
জয়ন্ত দে জানান- যেকোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে রয়েছেন। এখন পরিস্থিতি শান্ত আছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xpc17x

October 26, 2017 at 01:52AM
26 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top