শিলিগুড়ি, ১৫ অক্টোবরঃ বনবস্তি বাসিন্দাদের সুবিধার জন্য চালু হল চারটি বিশেষ বাস। উদবোধন করেন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন। সাংসদ সুখেন্দুশেখর রায়ের তহবিলের টাকায় এই বাসগুলি কেনা হয়েছে। খরচ হয়েছে ৫৭ লক্ষ টাকা। জানা গিয়েছে, দার্জিলিং ও জলপাইগুড়ির বনবস্তিগুলির বাসিন্দারা এই বাসে যাতায়াত করতে পারবেন। এছাড়া কোনো জায়গায় বেশিসংখ্যক বনকর্মীদের নিয়ে যাওয়ার প্রয়োজনেও ব্যবহার করা হবে এই বাস।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xGDaSX
October 15, 2017 at 01:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন