কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনের জন্য লড়বে ৫৩ জন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ● কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৫৩ জন পরীক্ষার্থী। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে গঠিত কারিগরি কমিটির প্রধান এবং আইসিটি বিভাগের সভাপতি দুলাল চক্রবর্তী বিষয়টি কুমিল্লার বার্তা ডটকমকে নিশ্চিত করেন। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা যায়, এ বছর ৬ টি অনুষদের অধীনে মোট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৫৪ হাজার ৮০৯ জন শিক্ষার্থী। ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ৭টি বিভাগে মোট ৩৫০টি আসনের বিপরীতে আবেদন করে ২৩ হাজার ৬২৫ জন, ‘বি’ ইউনিটে (কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ৮টি বিভাগে ৪৫০টি আসনের বিপরীতে ১৯ হাজার ৩৭২ জন ও ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) ৪টি বিভাগে ২৪০টি আসনের বিপরীতে ১১ হাজার ৮১২ জন শিক্ষার্থী।

উল্লেখ্য যে, গত ৭ সেপ্টেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হয়। ৩০ সেপ্টেম্বর আবেদনের সময়সীমা শেষ হলেও পরবর্তীতে তা বাড়িয়ে ১০ অক্টোবর পর্যন্ত করা হয়।

আগামী ১৭ নভেম্বর, শুক্রবার সকালে ‘এ’ ইউনিট এবং বিকালে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ নভেম্বর, শনিবার সকালে অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.cou.ac.bd) এবং ০১৫৫৭৩৩০৩৮১ এ পাওয়া যাবে।

The post কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনের জন্য লড়বে ৫৩ জন appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2zh1v3M

October 11, 2017 at 05:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top