‘আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার’ পেলেন শাকুর মজিদ

সুরমা টাইমস ডেস্ক:: ‘আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার-২০১৬’ পেয়েছেন সিলেটের বিয়ানীবাজারের কৃতী সন্তান স্থপতি ও বিশিষ্ট লেখক শাকুর মজিদ। এ উপলক্ষে সোমবার সন্ধ্যা ছয়টায় নগরের বন্দরবাজার এলাকার একটি রেস্তোরাঁয় তাঁকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা।

শুভেচ্ছা জ্ঞাপনকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন সিলেটের প্রবীণ বাউল ও এই সময়ের জনপ্রিয় বাউলশিল্পী আবদুর রহমান, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মুকির হোসেন চৌধুরী, লোকসংস্কৃতি গবেষক সুমনকুমার দাশ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব, কবি ও প্রভাষক খালেদ-উদ-দীন প্রমুখ।

উল্লেখ্য, শাকুর মজিদ তাঁর লেখা ‘ফেরাউনের গ্রাম’ বইয়ের জন্য এ পুরস্কার পান। এটি প্রকাশ করেছে ঢাকার অন্যপ্রকাশ। পুরস্কারের অর্থমূল্য ৫ লাখ টাকা।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zjBjc3

October 30, 2017 at 11:58PM
30 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top