গোলাপগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের পর সমঝোতার উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি:: দফায় দফায় দুই গ্রামের সংঘর্ষের পর সমঝোতায় বিরোধ বিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

শুক্রবার (০৬ই অক্টোবর) এ নিয়ে পরবর্তী বৈঠকের ও করণীয় ঠিক করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা যায়- খবর পেয়ে বৃহস্পতিবার (৫ই অক্টোবর) মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন ও পৌর মেয়র, কাউন্সিলর এবং সাত ইউনিয়নের চেয়ারম্যানের মধ্যস্থতায় উভয় গ্রামের লোকজনকে নিভৃত করা হয়েছে।

সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক শিবলী বলেন- পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। সংঘর্ষ থামাতে ১০ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাওয়া কিশোরীর মরদেহ দাফনের পর তা উত্তোলনকে কেন্দ্র করে গোলাপগঞ্জ ইউনিয়নের ফুলবাড়ি পূর্ব ও দক্ষিণপাড়া গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়- গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি বড় মোকাম পঞ্চায়েত কবরস্থান নিয়ে দীর্ঘদিন ধরে পূর্বপাড়া ও দক্ষিণ পাড়ার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে উত্তরপাড়া গ্রামের কালা মিয়ার মেয়ে ফারজানা বেগম (১৪) মারা গেলে দুপুরে ওই কবরস্থানে তার দাফন হয়। এতে বাঁধা হয়ে দাঁড়ান জনৈক নুরাই মিয়া।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ktkiVY

October 06, 2017 at 07:09PM
06 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top