ব্লুমফন্টেইনের ম্যাঙ্গাউঙ্গ ওভালে বাংলাদেশ সময় আজ রাত ১০টায় প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশ। আর এই ম্যাচ দিয়েই হয়তো পরাজয়ের বৃত্ত থেকে বের হয়ে আসতে চাইবে টিম-টাইগাররা। সেই লক্ষ্যে কতটা সফল হয় তারা সেটি অবশ্য সময়ই বলে দিবে। টেস্ট এবং ওয়ানডে সিরিজে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লজ্জাজনক হেরেছে টিম-টাইগারার। এবার টি-টোয়েন্টি মিশন। যেটা শুরু হবে আজকের ম্যাচ দিয়ে। এই ম্যাচে জয় পেতে হলে নিজেদের সেরাটা দিয়েই খেলতে হবে বাংলাদেশের। তবে বাংলাদেশ ক্রিকেটের মূল চালিকা শক্তি সিনিয়র ক্রিকেটাররা। আবার সিনিয়রদের মধ্যে মাশরাফি বিন মুর্তজা ইতিমধ্যেই টি-টুয়েন্টির সাবেকে পরিনত হয়েছে। ইনজুরির কারনে নেই ওপেনার তামিম ইকবালও। ম্যাচটি ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। সবার একটাই প্রশ্ন, আজকেও হারবে বাংলাদেশ? নাকি ঘুরে দাড়াবে সাকিব আল হাসান এর নেতৃত্বে। বাংলাদেশ আজকের ম্যাচে জ্বলে উঠতে পারে সেটা স্বীকার করে নিলেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত টি টোয়েন্টি অধিনায়ক জেপি ডুমিনিও। ম্যাচের আগে সাংবাদিকদের ডুমিনি জানায় এখন পর্যন্ত একটি ম্যাচেও জয়ের দেখা না পাওয়ায় এই সিরিজে বিপজ্জনক হয়ে উঠতে পারে বাংলাদেশ দল। টেস্ট এবং ওয়ানডে সিরিজের মতো টি টোয়েন্টিতেও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা জানিয়ে ডুমিনি বলেন, ওদের হারানোর কিছু নেই, সেদিক থেকে ওরা বিপজ্জনক হতে পারে। আবার এমন হতে পারে ওরা বিমানে এক পা দিয়ে ফেলেছে। হতে পারে দেশে ফিরে যেতে চায়। আমাদের মনোযোগ থাকবে আমরা কি করতে চাই সেদিকে। আমাদের মূল লক্ষ্য ২-০ ব্যবধানে জেতা। টেস্ট ও ওয়ানডে সিরিজের মতো এতটা সহজে বাংলাদেশকে হারানো সম্ভব হবে না বলেও বিশ্বাস করেন ডুমিনি। ফরম্যাটটা টি টোয়েন্টি বলেই হয়তো প্রতিপক্ষকে সমীহ করছেন তিনি। তবে বাংলাদেশ দলে বিশ্বমানের কিছু ক্রিকেটার আছে যারা যেকোনো সময়েই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার ক্ষমতা রাখেন এমনটাই মনে করেন প্রোটিয়া দলপতি। তবে ইনজুরির কারণে ছিটকে পরা তামিম ইকবাল এবং মুস্তাফিজুর রহমানের মতো দলের সেরা পারফর্মাররা না থাকাটা নিজেদের দলের জন্য সুবিধা হিসেবে দেখছেন তিনি। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/১০:৩০/২৬ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gKtaFS
October 26, 2017 at 07:55PM
26 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top