মুম্বাই, ০৫ অক্টোবর- যদি কাউকে জিজ্ঞেস করা হয়, এসআরকের পূর্ণরূপ কী? যাঁরা বলিউড চলচ্চিত্রের ভক্ত, তাঁরা মুহূর্তেই উত্তরটা দেবেন। উত্তরটা হলো শাহরুখ খান। তবে যদি ভেবে থাকেন, বলিউডে শুধু একজনই এসআরকে রয়েছে, তাহলে সেটা ভুল হবে। বলিউডে আরো একজন এসআরকে রয়েছেন। তিনি সিদ্ধার্থ রায় কাপুর, বিদ্যা বালানের স্বামী। সম্প্রতি নেহা ধুপিয়ার শোতে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন বিদ্যা। বলিউড লাইফ ডটকমের খবরে প্রকাশ, সেখানে দুই এসআরকের তুলনায় নিজের স্বামীকেই সেরা দাবি করেছেন বিদ্যা। প্রতিদিন সকালে ঘুম থেকে জেগে উঠে এসআরকেকে পাশে পাওয়াটা কতটা উপভোগ্য? নেহা ধুপিয়ার এমন প্রশ্নের জবাবে বিদ্যা বলেন, আমাকে আগে আলাদা করতে দিন। যাঁরা নাম নিয়ে বিতর্কের জন্য অপেক্ষা করছেন, তাঁদের বলতে চাই, আমি প্রতিদিন সুদর্শন এসআরকেকে বিছানায় রেখে ঘুম থেকে উঠি। পৃথিবী নামক গ্রহে সে সবচেয়ে সুদর্শন মানুষ। আমি খুবই আনন্দিত যে এ কাজটা আমাকে প্রতিদিনই করতে হয়। বর্তমানে নিজের আসন্ন চলচ্চিত্রের প্রচারের প্রস্তুতি নিচ্ছেন বিদ্যা। চলচ্চিত্রটির নাম তুমহারি সুলু। ছবিতে বিদ্যার বিপরীতে রয়েছেন মানব কল। ছবিটি চলতি বছরের ২৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এআর/২১:১০/০৫ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fOkTN6
October 06, 2017 at 03:11AM
05 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top