মালয়েশিয়ায় অভিযানে ৩৯ বাংলাদেশি আটক

ডেস্ক রিপোর্ট ● মালয়েশিয়ায় ৩৯ বাংলাদেশিসহ ১১৩ জন অবৈধ বিদেশি শ্রমিককে আটক করা হয়েছে। সেলাঙ্গুর ক্লাং জালান কেবুনে দেশটির ইমিগ্রেশন বিভাগ অভিযান চালিয়ে তাদের আটক করে। দেশটির ইমিগ্রেশন ডিরেক্টর জেনারেল দাতুকে সেরি মুস্তফার আলী বলেন, স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে ৩টায় একটি বড় সুপার মার্কেটের গুদামে কাজ করার সময় দেড়শ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়।

এর মধ্যে সঠিক ভ্রমণ নথি না থাকায় ১১৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৪০ জন নেপালি, ৩৯ জন বাংলাদেশি, ২৭ জন পাকিস্তানি, পাঁচজন ভিয়েতনামি এবং দুজন ভারতীয় নাগরিক।

দাতুকে সেরি মুস্তফার আলী বলেন, চলতি বছরের প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত ১২ হাজার ২৪৯টি অভিযানে মোট এক লাখ ৪৩ হাজার ৮৬৮ বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ৯০৯ জনের কাছে কোনো বৈধ কাগজ পাওয়া যায়নি।

এ সময়ে অবৈধ বিদেশিদের নিয়োগ দেওয়ায় এক হাজার ৮৭ জন নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে। এ ছাড়া চলতি বছরে এ পর্যন্ত ৪২ হাজার ৯৮৫ অবৈধ বিদেশিকে মালয়েশিয়া ছাড়তে হয়েছে।

মুস্তফার আলী বলেন, কারো কাছে অবৈধ বিদেশিদের নিয়োগ দেওয়ার তথ্য থাকলে অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

The post মালয়েশিয়ায় অভিযানে ৩৯ বাংলাদেশি আটক appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2gxRA5i

October 22, 2017 at 03:25AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top