খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে সিলেট জেলা ছাত্রদলের বিক্ষোভ

সুরমা টাইমস ডেস্ক:: বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। পরোয়ানা জারিকৃত মামলাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা বলে দাবি করেছে ছাত্রদল। মঙ্গলবার সকালে জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিলটি বন্দরবাজার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।

জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার ও লিটন কুমার দাস নান্টুর যৌথ পরিচালনায় উক্ত সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ বলেন, বর্তমান অবৈধ শেখ হাসিনার সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একের পর এক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও গ্রেফতারী পরোয়ানা জারী করছে। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা বাতিল সহ সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় সিলেট জেলা ছাত্রদল দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তত আছে।

সমাবেশে উপস্থিত ও বক্তব্য রাখেন কয়ছর হোসেন, নুরুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি তছির আলী, যুগ্ম সম্পাদক রজব আহমদ, জাকির হোসেন কয়েছ, সাইফুল আলম, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক নাছির আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল খালিক মিল্টন, সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক এইচ এম ইকবাল, খলিল আহমদ(খলু), শাহাজাহান রশিদ সাজু, সফি খান, সমর আলী, আবুল কালাম, জাহাঙ্গির আলম বাবুল, আইনুল হক সুমন, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জুবের, সমাজসেবা সম্পাদক জাহেদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন রাজু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কামরান আহমদ, রেজাউল হাসান মাসুম, জিয়াউর রহমান রুমেল, বাবুল আহমদ, এস এ লালা, ছাত্র ও বৃত্তি কল্যাণ সম্পাদক ছাব্বির আহমদ, আব্দুল আজিজ মুন্না, এম.সি কলেজ ছাত্রদলের আহবায়ক বদরুল আজাদ রানা, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আবুল বাশার, আইন বিষয়ক সম্পাদক সুহেদুল ইসলাম সুহেদ, রুবেল আহমদ রানা, কানাইঘাট পৌর আহবায়ক আর.এ বাবলু, সুলেমান খান, মাহতাব উদ্দিন, আতিক হোসেন রাজু, লিটন খান, আজিজুর রহমান, শেখ ওয়াহিদ, জাকারিয়া আহমদ, আবু ইয়ামিন চৌধুরী, মিছবাহুল আম্বিয়া, আবুল হোসেন, শেখ শাহান তালুকদার, আশরাফুল মুবিন, আজিজুর রহমান আজিজ, আহমেদ জাকি, এম এ সামাদ, মুমিতুজ্জামান সুজন, রাছেল আহমদ, সুলেমান চৌধুরী, আল আমিন, সামসুদ্দিন শুভ, আব্দুল হাছিব, মোহাম্মদ আব্দুল্লাহ, রুফিয়ান আহমদ সবুজ, সুহেল রেজা, হুমায়ূন আহমদ, মামুন রহমান, অঞ্জন দাস, হাসান আহমদ, ফাহাদ আহমদ তালুকদার, আবুল হাসনাত আলম, রুফায়েল আহমদ, আরমান মুন্না প্রমুখ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ydhp0S

October 10, 2017 at 09:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top