হিমাচলে যুবরাজ সিংয়ের নামে ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাস

চণ্ডীগড়, ৪ সেপ্টেম্বরঃ হিমাচল প্রদেশের সোলানে নিজের নামে ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাস করলেন যুবরাজ সিং।

ক্যানসারের বিরুদ্ধে সচেতনা বাড়াতে আগেই ইউউইক্যান (YouWeCan) নামে একটি ফাউন্ডেশন খুলেছেন যুবরাজ নিজে। মঙ্গলবার সোলানে শুলিনি ইউনিভার্সিটির তরফ থেকে ঘোষণা করা হয় যে তারা যুবরাজের নামে একটি ক্রিকেট স্টেডিয়াম করতে চলেছে। এদিন তারই শিলান্যাল করেন যুবি নিজেই। এই ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীরা যুবির ইউউইক্যান  ফাউন্ডেশনের সদস্য। ভিত্তি প্রস্তর স্থাপনের পাশাপাশি স্টেডিয়ামের ভেতরে কাশ্মীর উইলো ট্রি লাগান যুবি। এই বৃক্ষরোপনের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষার প্রতি একটি ছোট্ট পদক্ষেপ নেওয়া হল। তেমনি ভারতীয়দের ক্রিকেটের প্রতি ভালোবাসা প্রমাণও করল কাশ্মীর উইলো গাছ লাগানোর মাধ্যমে। কারণ এই গাছের কাঠ দিয়েই ভারতে তৈরি হয় ক্রিকেট ব্যাট।

ইউউইক্যান ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ক্যানসার সংক্রান্ত ভুল ধারণা ভাঙার কাজ করে। ২০১২ সালে যুবি এই সংস্থা চালু করেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yGWq3L

October 04, 2017 at 02:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top