সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব আগামীকাল

সুরমা টাইমস ডেস্ক:: ইসকন সিলেটে অন্নকূট মহোৎসব ও গোবর্ধন পূজা উৎসব অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। উৎসবে প্রায় ২৫শত’ আইটেম সহকারে ভগবান গিরিরাজের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হবে।

অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে- ভোর সাড়ে ৪টায় মঙ্গলারতি, সকাল সাড়ে ৭টায় দর্শন আরতি, ৮টায় ভাগবতম ক্লাস, দুপুর সাড়ে ১২ টায় গিরিরাজের উদ্দেশ্যে নৈবেদ্য প্রদান, দুপুর ১টায় আলোচনা সভা, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে।
উল্লেখ্য, অন্নকূট শব্দের অর্থ অন্নের পাহাড়। এই উৎসবে ভগবান গিরিরাজ গোবর্ধন, গো এবং ব্রাহ্মণের পূজার বিধান শাস্ত্রে দেওয়া আছে। দ্বাপরযুগে এই তিথিতে ভগবান দামোদর (গোপাল) ইন্দ্রের প্রকোপ থেকে ব্রজবাসীদের অভয় দেওয়ার জন্য গিরিরাজ গোবর্ধনের পূজা এবং গো ও ব্রাহ্মণের পূজার প্রচলন করেছিলেন।

কলিযুগে মাধবেন্দ্রপুরিপাদ পুনরায় ভগবান দামোদরের গোবর্ধন পর্বতে মন্দির স্থাপন করে প্রতিষ্টিত করার মাধ্যমে এই উৎসবের প্রচলন করেন।

অন্নকূট ও গোবর্ধন পূজা মহোৎসবের স্বর্বস্থরের ভক্তবৃন্দদের উপস্থিত থাকার জন্য ইসকন সিলেটে অধ্যক্ষ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yyAadd

October 19, 2017 at 10:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top