তিন ফুটের জঙ্গিই কাশ্মীরে সেনার মাথাব্যথার কারণ

শ্রীনগর, ১৯ অক্টোবরঃ মাত্র তিন ফুট উচ্চতার এক জঙ্গিই কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। জৈশ-ই মহম্মদ জঙ্গিগোষ্ঠী সাম্প্রতিককালে যে কয়টি হামলা চালিয়েছে তার প্রত্যেকটির পিছনে রয়েছে তিন ফুট উচ্চতার নুর মহম্মদ তান্ত্রয়। পুলওয়ামা জেলার ত্রালের বাসিন্দা নুরই এখন দক্ষিণ কাশ্মীরে জৈশের দায়িত্বে রয়েছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, ২০০৩ সালে দিল্লিতে ধরা পরে নুর মহম্মদ, পোটা-য় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। কিন্তু প্যারোলে মুক্তি পাওয়ার পর সে আর ফেরেনি। ফের জঙ্গিদলের সঙ্গে যোগ দেয় সে। কাশ্মীর পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আগস্টে পুলওয়ামায় পুলিশ লাইনে যে জঙ্গি হামলা হয়, তাতে লজিস্টিক সাহায্য জুগিয়েছিল এই নুর। এছাড়া এই মাসের প্রথমদিকে শ্রীনগর বিমানবন্দরের বাইরে বিএসএফ ক্যাম্পে জঙ্গি হামলাতেও তার হাত ছিল। নিরাপত্তা আধিকারিকরা জানিয়েছেন, সংসদে জঙ্গি হামলার মাস্টারমাইন্ড গাজি বাবার ঘনিষ্ঠ ছিল নুর। তাই দলের পুরনো সদস্যদের সে ভালো করেই চেনে। তাই দলকে নতুন করে গড়ে তোলার জন্য সে এখন সচেষ্ট হয়েছে। তবে নিরাপত্তা আধিকারিকদের দাবি, নুরের গতিবিধি সীমিত। মাত্র তিন ফুট উচ্চতা হওয়ার জন্য তাকে সহজেই খুঁজে পাওয়া সম্ভব।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zlTvNU

October 19, 2017 at 12:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top