‘২০ দলের প্রার্থী হয়েই নির্বাচনে অংশ নেবে এলডিপি’

নিজস্ব প্রতিবেদক ● আগামী জাতীয় সংসদ নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ২০ দলের প্রার্থী হয়েই অংশ নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। শুক্রবার বিকেলে চান্দিনার বেলাশহরস্থ ‘দি লাইট হাউজে’ চান্দিনা পৌর এলডিপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

রেদোয়ান আহমেদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটকেই নির্বাচিত করে দেশ পরিচালনা দায়িত্ব দেবে জনগণ। দেশের মানুষ এখন পরিবর্তন চায়। তাদের ভোটাধিকার ফিরে পেতে চায় তারা। একাদশ সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক আসন নিয়ে সরকার গঠন করবে ২০ দলীয় জোট। সেক্ষেত্রে দলের সব নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

এলডিপি নেতা শাহআলম মেম্বারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ, কেন্দ্রিয় গণতান্ত্রিক যুবদল সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, এলডিপি নেতা অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া, গণতান্ত্রিক যুবদল চান্দিনা উপজেলা সভাপতি গিয়াস উদ্দিন ভূঁইয়া, পৌর সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি, উপজেলা গণতান্ত্রিক কৃষক দল সাধারণ সম্পাদক লোকমান হোসেন শাহজাহান, গণতান্ত্রিক যুবদল পৌর সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, গণতান্ত্রিক ছাত্রদল চান্দিনা উপজেলা সভাপতি রাজিব ভূইয়া, গণতান্ত্রিক ছাত্রদল চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ সভাপতি সাজ্জাত হোসেন, গণতান্ত্রিক ছাত্রদল চান্দিনা পৌর সভাপতি তারেকুল ইসলাম বাবু।

The post ‘২০ দলের প্রার্থী হয়েই নির্বাচনে অংশ নেবে এলডিপি’ appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2hFTTjc

October 13, 2017 at 10:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top