দার্জিলিংয়ে ফের জিলেটিন স্টিক উদ্ধার

দার্জিলিং, ৩১ অক্টোবরঃ ফের দার্জিলিং থেকে জিলেটিন স্টিক উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে বিমল গুরুংয়ের খাসতালুক পাতলেবাস থেকে কিছুটা নিচে তাকভর চা বাগানে অভিযান চালিয়ে ১০২ পিস জিলেটিন স্টিক উদ্ধার করা হয়েছে। যার মোট ওজন প্রায় ৪০ কেজি।

দার্জিলিংয়ের পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী বলেন, ‘গত জুলাই মাসে জাতীয় তাপবিদ্যুৎ উত্পাদক সংস্থা এনটিপিসি-র গুদাম থেকে যে জিলেটিন স্টিক চুরি হয়েছিল এদিন উদ্ধার হওয়া জিলেটিন স্টিক সেটির অংশ বলে মনে করা হচ্ছে। তবে পরীক্ষার জন্য এনটিপিসি-র কাছে এগুলি পাঠানো হবে।’

গত ২০ জুলাই পুলবাজার থানার নেগী এলাকাস্থিত এনটিপিসি-র গুদাম ঘর থেকে প্রায় ৪০০ পিস জিলেটিন স্টিক চুরি হয়েছিল। তারপর থেকেই পাহাড়ে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটতে থাকে। পুলিশের অনুমান, চুরি যাওয়া জিলেটিন স্টিকগুলি তাকভরে বিমল গুরুংয়ের হাতে পৌঁছেছিল। এরপর থেকে পুলিশ একাধিক জায়গায় অভিযান চালিয়ে জিলেটিন স্টিক উদ্ধার করে।

এর আগেও গত ১৩ অক্টোবর বিমল গুরুংকে ধরতে রঙ্গীত নদীর তীরে অভিযান চালিয়ে ২০টি জিলেটিন স্টিক উদ্ধার করা হয়েছিল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2lzI9nK

October 31, 2017 at 07:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top