লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো এই প্রজন্মের দুই সেরা তারকা ফুটবলার। কে সেরা দুজনের মধ্যে? এই নিয়ে দ্বিধাবিভক্ত গোটা ফুটবল বিশ্ব। বিভক্ত হওয়াটাও স্বাভাবিক। কারণ, আজ রোনালদোর রেকর্ড ভাঙছেন মেসি তো কাল ঘটছে ঠিক উল্টোটা। এরই ধারাবাহিকতায় খুদে জাদুকরের একটি বিশ্বরেকর্ড ভেঙে দিলেন রোনালদো। গেল মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৪১ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। ৪২ মিনিটে পেনাল্টি থেকে দলকে সমতাসূচক গোল এনে দেন রোনালদো। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় নিষ্প্রাণ ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। তবে রিয়ালের হয়ে সমতাসূচক গোল করেই নতুন কীর্তি গড়েছেন রোনালদো। এই নিয়ে ২০১৭ সালে তার আন্তর্জাতিক গোল হলো ২৬টি। অতীত ইতিহাসে আর কোনো খেলোয়াড়ই তা করতে পারেননি। আগে এই রেকর্ডটি ছিল লিওনেল মেসির দখলে। ২০১২ সালে ২৫ আন্তর্জাতিক গোল করে রেকর্ডটি গড়েন ফুটবলের বরপুত্র। অবশ্য ২০১৩ সালেই সেই কীর্তিতে ভাগ বসান পর্তুগিজ উইঙ্গার। এবার তা একক কর্তৃত্বে নিয়ে নিলেন চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। সামনে চ্যাম্পিয়নস লিগে তিনটি ও ফিফা ক্লাব বিশ্বকাপে দুটি ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। সঙ্গত কারণে এই ব্যবধানটা আরো বাড়ানোর সুযোগ থাকছে রোনালদোর। সুত্রঃ এমটিনিউজ২৪.কম আর/১০:১৪/২০ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yBJj51
October 21, 2017 at 05:34AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top