বিয়ানীবাজারে বিদেশি পিস্তলসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:: বিয়ানীবাজারে বিদেশি পিস্তলসহ জয়নুল ইসলাম (৩৫) নামে এক অস্ত্রধারী ব্যক্তিকে আটক করেছে পুলিশ । মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বারইগ্রাম বাজার থেকে তাকে আটক করা হয়।

জয়নুল ইসলাম বড়লেখা উপজেলার চান্দ্রগ্রামের মস্তাকিন আলীর পুত্র। তার নামে বিয়ানীবাজার-গোলাপগঞ্জ-বড়লেখা থানায় একাধিক মামলা রয়েছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)চন্দন কুমার চক্রবর্তী বলেন, মঙ্গলবার দিবাগত রাতে বারইগ্রাম বাজারে গোপন সংবাদের ভিত্তিত অভিযান চালিয়ে অস্ত্রসহ জয়নুল ইসলাম (৩৫)কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১টি ৯ মি.মি.পিস্তল ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়। তার নামে বিয়ানীবাজার-গোলাপগঞ্জ-বড়লেখা থানায় একাধিক মামলা রয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xO6b3l

October 03, 2017 at 10:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top