মুম্বই, ৭ অক্টোবরঃ প্রয়াত হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র পরিচালক কুন্দন শাহ। জানা গিয়েছে, শনিবার সকালে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৮৩ সালে ‘জানে ভি দো ইয়ারো’ ছবি দিয়ে ইন্ডাস্ট্রিতে প্রবেশ এবং এই ছবির হাত ধরেই খ্যাতির শীর্ষে পৌঁছে যান তিনি। ইন্দিরা গাঁধী অ্যাওয়ার্ডও পেয়েছিলেন তিনি।
এরপর ছোটপর্দায় ‘নুক্কর’ এবং ‘ওয়াগলে কি দুনিয়া’ নামে দুটি টেলি সিরিয়াল পরিচালনা করেন। এই দুই ধারাবাহিকেরই ব্যাপক জনপ্রিয়তা ছিল ছোটপর্দায়। এরপর ‘কভি হ্যাঁ কভি না’ দিয়ে বলিউডে আবার ফেরেন কুন্দন শাহ। এই ছবির সৌজন্যেই ১৯৯৪ সালে কুন্দন শাহ প্রথম পরিচালক হিসেবে ফিল্মফেয়ার ক্রিটিকস সম্মানে সম্মানিত হন।
কুন্দন শাহের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির বিভিন্ন ব্যক্তিত্ব।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hT6vHm
October 07, 2017 at 02:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন