চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৮৪৩ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হল- উপজেলার বিনোদপুর চামাটোলা গ্রামের জোবদুল হকের ছেলে জেনারুল (২৭) ও মনাকষার পারচৌকা গ্রামে এরফানের ছেলে রবু (৩৭)।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুল এহসান এক প্রেস নোটে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে চৌকা বিওপির একটি টহল দল সীমান্ত মেইন পিলার ১৭৪ হতে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পারচৌকা গ্রামে একটি অটোরিক্সায় তল্লাশী চালিয়ে ২৪৫ বোতল ফেনসিডিলসহ রবুকে আটক করা হয়। এর আগে ভোরে চৌকা বিওপির একটি টহল পারচৌকা মাঠ হতে ৩৫০ বোতল ও একই সময়ে রাঘববাটি মাঠ হতে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এদিকে মঙ্গলবার গভীর রাতে মহানন্দা ব্রীজ এলাকায় ঢাকাগামী একটি হানিফ পরিবহন তল্লাশী চালিয়ে ১৪৪ বোতল ফেনসিডিলসহ জেনারুলকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-১০-১৭
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুল এহসান এক প্রেস নোটে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে চৌকা বিওপির একটি টহল দল সীমান্ত মেইন পিলার ১৭৪ হতে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পারচৌকা গ্রামে একটি অটোরিক্সায় তল্লাশী চালিয়ে ২৪৫ বোতল ফেনসিডিলসহ রবুকে আটক করা হয়। এর আগে ভোরে চৌকা বিওপির একটি টহল পারচৌকা মাঠ হতে ৩৫০ বোতল ও একই সময়ে রাঘববাটি মাঠ হতে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এদিকে মঙ্গলবার গভীর রাতে মহানন্দা ব্রীজ এলাকায় ঢাকাগামী একটি হানিফ পরিবহন তল্লাশী চালিয়ে ১৪৪ বোতল ফেনসিডিলসহ জেনারুলকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-১০-১৭
from Chapainawabganjnews http://ift.tt/2y6sjSE
October 25, 2017 at 07:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন