নিজস্ব প্রতিবেদক ● বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগমন উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে স্থানীয় এক বিএনপি নেতার পক্ষে রাস্তায় ব্যানার লাগাতে গিয়ে পিকআপ ভ্যানের চাপায় বাবুল নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।
নিহত বাবুল ওই উপজেলার উজিরপুর ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।
শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার সংলগ্ন হোটেল হাইওয়ে-ইন এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, রোহিঙ্গা শিবির পরিদর্শনে শনিবার ২০ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহর ঢাকা থেকে কক্সবাজার উদ্দেশে রওয়ানা করে। এ উপলক্ষে দলীয় নেত্রীকে স্বাগত জানিয়ে স্থানীয় বিএনপি’র এক নেতার পক্ষে ব্যানার লাগানোর জন্য বাবুল (৪৭) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হোটেল হাইওয়ে-ইন এর সামনে যান। বিএনপি নেত্রীর গাড়িবহরটি কুমিল্লা অতিক্রম করার পূর্বে দুপুর দেড়টার দিকে ওই স্থানে ব্যানার লাগানোর সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের চাপায় বাবুল টেইলার ঘটনাস্থলে মারা যান।
মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর কাশেম জানান, পিকআপ ভ্যান ও এর চালককে আটক করা হয়েছে।
এ ঘটনার পর বিকেল সোয়া ৪টার দিকে বেগম খালেদা জিয়ার গাড়ি বহর ঘটনাস্থল অতিক্রম করে।
The post appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.
from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2iaN5KP
October 28, 2017 at 08:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.