বিশ্বনাথে পুলিশের অভিযানে আটক ৩

23172752_126376488034988_6188167662307630822_nবিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বিশ্বনাথ থানা পুলিশের বিশেষ অভিযানে সাঁজাপ্রাপ্ত আসামিসহ ৩জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-উপজেলার সদরের নতুন বাজারের বাসিন্দা আসাদ আলীর ছেলে জজ মিয়া (৩২), উপজেলার বড়খুরমা গ্রামের আছলমদর আলীর ছেলে সমর আলী (৩৮), চন্ডপুর গ্রামের আসক আলীর ছেলে মোতাচ্ছির আলী (৩৭)। সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায় বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম ও ওসি (তদন্ত) মোহাম্মদ দুলাল আকন্দ এর নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি জজ মিয়া, পলাতক আসামি সমর আলী ও মাদক মামলার আসামী মোতাচ্ছির আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা রয়েছে।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2AhZ5Bo

November 07, 2017 at 02:40PM
07 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top