ঢাকা, ১৮ নভেম্বর- রাজশাহী কিংস ঢাকার কাছে ৬৮ রানে হেরেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল সিলেট সিক্সারসের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে রাজশাহী কিংস। উজ্জীবিত রাজশাহী আজ ফের মাঠে নেমেছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। শনিবার দিনের প্রথম ম্যাচে সেই লড়াইয়ে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। ঢাকা ডায়নামাইটস ২০ ওভার খেলে সংগ্রহ করে ২০১রান। যা এবারের আসরের এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। এর আগের সর্বোচ্চ ছিল ২০২ রান। খুলনার বিপক্ষে সেটিও ঢাকা করেছিল ফলে রাজশাহীকে জিততে হলে করতে হবে ২০২ রান। পাহার পরিমান রান তারা করতে নেমেই প্রথমেই ছন্দ পতন হয় রাজশাহী কিংসের। মাত্র দলীয় ২ রানের মাথায় আউট হয়ে ফিরে যায় রনি তালুকদার। এর পরেই মুমিনুল হক কিছুটা ধরে খেলার চেষ্টা করে কিন্তু আবারো দলীয় ১১ রানের মাথাইয় আউট হয় সামিট প্যাটেল এর পর মুনিমুল হক ২২ বলে ১৬ রান করে ফিরে গেলে ব্যাটিং বির্পযয়ে পরে রাজশাহী কিংস। ঢাকার বড় সংগ্রহে বড় অবদান রেখেছেন রাজশাহীর ফিল্ডাররা। তাদের একাধিক ক্যাচ মিসের জন্যই ঢাকা এত বড় সংগ্রহ পায়। এর আগে ঢাকা ডায়নামাইটসের ওপেনিং করতে আসে পাকিস্থানের সাবেক অধিনয়াক শহিদ আফ্রিদি ও এভিন লুইস। প্রথম থেকেই এই জুটি আক্রমানক্ত ভাবে রাজশাহী কিংসের বোলাদের খেলে তবে দলীয় ৫৩ রানে শহিদ আফ্রিদি সাজঘরে ফিরে গেলে। রানের চাকা একাই সচল রাখে এভিন লুইস। তবে আফ্রিদির মতোই ছোট ছোট স্কোর করে বিদায় নেয় জহরুল ইসলাম, নাদিফ চৌধুরী, সাকিব আল হাসান। সাকিবের আগে ৩৮ বলে ৬৫ রানের ঝরো ইনিংস খেলে ফিরে যায় লুইস। এর পরে মাঠে আসে কাইরন পোলার্ড তিনি তার সঙ্গী হিসেবে পায় লঙ্কা লিজেন্ড কুমার সাঙ্গাকারাকে এই জুটি মেলে করেন ৬২ রানের পার্টানারশীপ। কিংসের বোলদের উপর চরাও হয়ে খেলেন এই জুটি। তবে কুমার সাঙ্গাকারা ২২ বলে ২৮ রান করে ফিরলেও এরই মধ্যে ঢাকা করে ফেলে বড় একটি স্কোর। কাইরন পোলার্ড ২৫ বলে ৫২ রানের ঝড়ো একটি ইনিংস খেলে। সংক্ষিপ্ত স্কোর রাজশাহী কিংসঃ ১৩৩/১০ (১৮.২ ওভার) ব্যাটিং হাবিবুর রহামান জনি(১*)। আউটঃ মুনিমুল হক, রনি তালুকদার, মুশফিকুর রহীম, জেমস ফ্রাঙ্কলিন, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, ড্যারেন স্যামি, জাকির হাসান, সামিট প্যাটেল, হোসেন আলি। টার্গেটঃ২০২ রাজশাহী কিংস একাদশঃ মুনিমুল হক, রনি তালুকদার, মুশফিকুর রহীম, জেমস ফ্রাঙ্কলিন, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, ড্যারেন স্যামি, জাকির হাসান, সামিট প্যাটেল, হোসেন আলি, হাবিবুর রহামান জনি। ঢাকা ডায়নামাইটস একাদশঃ সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাদিফ চৌধুরী, আবু হায়দার রনি, জহরুল ইসলাম, শহিদ আফ্রিদি, এভিন লুইস, সুনিল নারিন, কুমার সাঙ্গাকারা, কাইরন পোলার্ড, নূর আলম সাদ্দাম। আর/১৭:১৪/১৮ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zNTrKC
November 19, 2017 at 12:12AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top