হবিগঞ্জে এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:: হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের যাদবপুরে খোয়াই নদীর তীর থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম কদ্দুছ মিয়া (৪২)। তিনি লাখাই উপজেলার চরগাঁও গ্রামের জবান উল্লার ছেলে।

বুধবার (১৫ই নভেম্বর) রাত ৮টার দিকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মির্জা মাহমুদুল হাসান জানান- গত মঙ্গলবার রাত ১০টার দিকে নিখোঁজ হন কদ্দুছ মিয়া। পরে বুধবার সন্ধ্যায় গামছা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় খোয়াই নদীর তীরে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরো জানান- নিহত কদ্দুছ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও খুনের ঘটনায় একাধিক মামলা রয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yNc79H

November 16, 2017 at 09:02PM
16 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top