নিজস্ব প্রতিবেদক:: সপ্তাহব্যাপী আয়কর মেলায় সিলেট কর অঞ্চলে দু’দিনে প্রায় ৩৮ লাখ টাকা কর আদায় হয়েছে।
গতকাল শনিবার (২৫শে নভেম্বর) মেলায় রিটার্ন দাখিল করেছে ১৭৬ জন। সেই সঙ্গে কর আদায় হয়েছে ১৬ লাখ ৮২ হাজার ৬২০ টাকা। এদিন রিটার্ন দাখিলের সময় চেয়েছেন ২৮ জন করদাতা।
সিলেট কর অঞ্চল সূত্র জানায়, অগ্রিম ও বকেয়া ছাড়া রিটার্নের সঙ্গে এ কর আদায় হয়েছে। দু’দিনের মোট রিটার্ন দাখিল করেছে ৩৮৮ জন। এর আগে, শুক্রবার (২৪ নভেম্বর) রিটার্ন জমা পরেছে ২১২টি। সেই সঙ্গে কর আদায় হয়েছে প্রায় ২১ লাখ টাকা।
সিলেট কর অঞ্চলের উপ কর কমিশনার কাজল সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, সারা দেশের ন্যায় সিলেট কর অঞ্চলের ২২টি সার্কেলে শুক্রবার (২৪ নভেম্বর) থেকে এ কর মেলা শুরু হয়।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলায় সেবা দেওয়ার কথা থাকলেও সিলেটের সব ক’টি সার্কেলে প্রতিদিন রাত ৮টা পর্যন্ত এ সেবা দেওয়া হচ্ছে। সিলেটে কর মেলার আদলে স্বতঃস্ফূর্তভাবে আয়কর সপ্তাহ চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2k2DKcv
November 27, 2017 at 12:37AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন