যা সিদ্ধান্ত নিয়েছি, তার জন্য রাজনৈতিক মূল্য চোকাতে প্রস্তুত, হুঙ্কার প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ নভেম্বরঃ ‘ক্ষমতায় আসার পর যা সিদ্ধান্ত নিয়েছি, তার রাজনৈতিক মূল্য চোকাতে আমি প্রস্তুত।’ নয়াদিল্লিতে লিডারশিপ সামিটের উদ্‌বোধনে গিয়ে এভাবেই বিরোধীদের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর দেশের মানুষের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন হয়েছে। দেশবাসীর মানসিক জোরও বেড়েছে, যা আগে কোনোদিন দেখা যায়নি। জিএসটি, বিমুদ্রাকরণ প্রভৃতি ইশ্যুতে বিরোধীদের চরম সমালোচনার মুখে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের কয়েকটি সিদ্ধান্ত যে তাদের বিরুদ্ধে গিয়েছে, তা প্রকারান্তরে স্বীকার করেন বিজেপি নেতারা। যার জেরে গুজরাট ভোটের মুখে জিএসটি-র হারে বেশ কিছু পরিবর্তন করতেও বাধ্য হয়েছে কেন্দ্র। তবে তিনি যে পিছু হটতে নারাজ তা এদিন স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বৃহৎ পরিবর্তনগুলি খুব সহজে আসেনি। গোটা সিস্টেমের বিরুদ্ধে তাঁকে লড়াই করতে হয়েছে। নোট বাতিলের সিদ্ধান্তের ফলে কালো টাকা, দুর্নীতিকে চিহ্নিত করা সহজ হয়েছে। বাণিজ্যের ক্ষেত্রে অনুকূল দেশের তালিকায় ১৪২ তম স্থান থেকে ১০০ তম স্থানে উঠে এসেছে ভারত। প্রধানমন্ত্রী বলেন, সরকার উন্নয়নকেন্দ্রিক, দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে বদ্ধপরিকর।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AeigiZ

November 30, 2017 at 02:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top