কলকাতা, ০৬ নভেম্বর- ফের একবার শিরোনামে রাজ-শুভশ্রী জুটি। ব্রেকাপ থেকে একেবারে ইউ-টার্ন নিয়ে নাকি বিয়ের পিঁড়িতে বসছেন এই টলিউড জুটি। পূজার পরে গোয়ায় ঘুরতে গিয়েই নাকি বিয়ের সিদ্ধান্তে পাকাপাকি সিলমোহর দিয়েছেন দুজনে। পূর্ব পরিকল্পনা অনুযায়ীই ফেব্রুয়ারিতে জুটি বাঁধবেন রাজ-শুভশ্রী, এমনই জল্পনা ইন্দ্রপুরীতে। যদিও রাজ-শুভশ্রীর বিয়ের খবর এর আগেও হৈ চৈ ফেলেছিল টলিউডে। মাঝে ত্রিকোণ প্রেমের খবরে পারদ আরও চড়ে। জীবনের রোলার কোস্টারে টলি ইন্ডাস্ট্রির অনেক নায়িকার সঙ্গেই নাম জড়িয়েছিল রাজের। আগামী ভ্যালেন্টাইন মাসেই বান্ধবী শুভশ্রীর সঙ্গেই বিয়ে হওয়ার কথা রাজের। আর এসবই হবে নিশব্দ গোপনীয়তায়। এমনটাই জানা যাচ্ছে। টলিউডের এই দুই তারকাই নিজেদের বিয়ে নিয়ে একেবারে নিশ্চুপ অবস্থান নিয়েছেন। অতীতে রাজ চক্রবর্তি, শুভশ্রী এবং মিমি চক্রবর্তির ত্রিকোণ প্রেমের খবরে যেভাবে গুঞ্জন তৈরি হয়েছে, সেই কারণেই নাকি এবার চুপি সারে সাতপাকে বাঁধা পড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা যুগল। সূত্র:ব্রেকিংনিউজ.কম.বিডি এমএ/০৪:০০/০৬ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yzfcOI
November 06, 2017 at 10:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top