ঢাকা, ০১ নভেম্বর- সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের জমজমাট ৫ম আসর। উদ্বোধনী ম্যাচে নতুন নামে, নতুন আঙ্গিকে যাত্রা শুরু করা সিলেটের দল সিলেট সিক্সার্স মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের আর ওই দিনই রাজশাহী কিংসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। তবে বিপিএলে বিসিবির নতুন সংযোজন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবারের আসরে চারদিনে মোট আটটি ম্যাচ আয়োজন করার সুযোগ পাচ্ছে। অন্যদিকে, আসরের বাকি ৩৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ঢাকা ও চট্টগ্রামে। সিলেট পর্ব শেষে ঢাকায় বিপিএল ফিরবে ১০ই নভেম্বর, যা চলবে ২১ই নভেম্বর পর্যন্ত। ঢাকায় মোট ১৬টি ম্যাচ আয়োজনের পর ২৪ নভেম্বর থেকে খেলা হবে আসরের তৃতীয় ভেন্যু চট্টগ্রামে। এখানে খেলা হবে মোট ১০টি। এরপর বিপিএলের চতুর্থ অর্থাৎ শেষ পর্ব ২রা ডিসেম্বর থেকে আবারো ফিরবে ঢাকায়। সাত দলের টুর্নামেন্টের ফাইনাল ১২ই ডিসেম্বর মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)র সাত দলের পূর্ণাঙ্গ স্কোয়াডঃ ঢাকা ডায়নামাইটস: বাংলাদেশি খেলোয়ারঃ সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, মেহেদী মারুফ, আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, সাকলাইন সজীব, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুর আলম সাদ্দাম। বিদেশি খেলোয়ারঃ কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহিদ আফ্রিদি, আমির, শাহিনশাহ আফ্রিদি, কেভিন লুইস, কেভন কুপার, রেনসফোর্ড বেটন, সুনিল নারাইন, কাইরন পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট, গ্রায়েম ক্রেমার, জো ডেনলি, আকিল হোসেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স: বাংলাদেশি খেলোয়ারঃ তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালী, মেহেদি হাসান, মেহেদী হাসান রানা, এনামুল হক, রকিবুল হাসান। বিদেশি খেলোয়ারঃ মার্লন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, হাসান আলি, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, শোয়েব মালিক, মোহাম্মদ নবি, রশিদ খান, অ্যাঞ্জলো ম্যাথিউস, কলিন মানরো, ফখর জামান, সলোমান মির, রুম্মান রাইস। চিটাগং ভাইকিংস: বাংলাদেশি খেলোয়ারঃ সৌম্য সরকার, তাসকিন আহমেদ, এনামুল হক, শুভাশিস রায় চৌধুরী, সানজামুল ইসলাম, আল আমিন জুনিয়র, আলাউদ্দিন বাবু, তানবীর হায়দার খান, ইরফান শুক্কুর, নাঈম হাসান, ইয়াসির আরাফাত। বিদেশি খেলোয়ারঃ লুক রনকি, লিয়াম ডসন, জিবন মেন্ডিস, সিকান্দর রাজা, জার্মেইন ব্ল্যাকউড, দিলশান মুনাবিরা, মিসবাহ-উল-হক, নাজিবুল্লাহ জাদরান, লুইস রিস। রংপুর রাইডার্স: বাংলাদেশি খেলোয়ারঃ মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ মিঠুন, সোহাগ গাজী, রুবেল হোসেন, শাহরিয়ার নাফিস আহমেদ, নাজমুল ইসলাম অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, আব্দুর রাজ্জাক, এবাদত হোসেন, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম। বিদেশি খেলোয়ারঃ রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, ক্রেস গেইল, স্যাম হেইন, সামিউল্লাহ শেনওয়ারি, জহির খান। খুলনা টাইটান্স: বাংলাদেশি খেলোয়ারঃ মাহমুদউল্লাহ, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, ইমরান আলি, মুক্তার আলী, ধীমান ঘোষ, সাইফ হাসান। বিদেশি খেলোয়ারঃ জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, সিকুগে প্রসন্ন, বেনি হাওয়েল, ডাভিড মালান, রাইলি রুশো, কাইল অ্যাবট, ক্রিস লিন, কার্লোস ব্র্যাথওয়েট, চ্যাডউইক ওয়ালটন, শিহান জয়াসুরিয়া, জফরা আর্চার। রাজশাহী কিংস: বাংলাদেশি খেলোয়ারঃ মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, নিহাদ-উজ-জামান, রনি তালুকদার, হোসেন আলি, নাঈম ইসলাম জুনিয়র, কাজী অনিক। বিদেশি খেলোয়ারঃ লুক রাইট, কেসরিক উইলিয়ামস, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, ম্যালকম ওয়ালার, সামিট প্যাটেল, মোহাম্মদ সামি, জেমস ফ্র্যাঙ্কলিন, ওসামা মির, রাজা আলি দার। সিলেট সিক্সার্স: বাংলাদেশি খেলোয়ারঃ সাব্বির রহমান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, নুরুল হাসান, আবুল হাসান, শুভাগত হোম চৌধুরী, কামরুল ইসলাম রাব্বি, নাবিল সামাদ, মোহাম্মদ শরীফ, ইমতিয়াজ হোসেন, শরিফউল্লাহ। বিদেশি খেলোয়ারঃ দাসুন শানাকা, ভানিদু হাসারাঙ্গা, লিয়াম প্লানকেট, রস হুইটলি, উসমান খান শেনওয়ারি, বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, ক্রিসমার সান্টকি, আন্দ্রে ম্যাকার্থি, ডেভি জ্যাকবস, রিচার্ড লেভি, চতুরঙ্গা ডি সিলভা, গোলাম মুদাসসির খান। সূত্র: বিডি২৪লাইভ আর/১৭:১৪/০১ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zXYzZd
November 02, 2017 at 12:02AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন