কলকাতা, ১১ নভেম্বর- সংস্কৃতে পিএইচডি করার জন্য যে তালিকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করেছে,গণ্ডগোল মূলত তা নিয়েই৷ তালিকাটি বাতিল করার দাবি জানানো হয়েছে৷ বিষয়টি নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে৷ সুপারিশ করা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে, সংস্কৃতে পিএইচডির তালিকায় নাম নথিভুক্ত রয়েছে যে ১২ জনের, তাতে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক লগ্নজিতা চক্রবর্তী রয়েছে৷ এই বিষয়েই আপত্তি জানাচ্ছে ছাত্র সংসদ৷ তাদের একাংশের অভিযোগ, এমফিল করার পাশাপাশি একজন পড়ুয়া কীভাবে পিএইচডি-তে নাম নথিভুক্ত করা যায়৷ এ নিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগও জানান ছাত্রছাত্রীরা৷ তাদের অভিযোগ লিখিত আকারে রেজিস্ট্রারের কাছে জমা দেওয়া হয়৷ সেখান থেকে বিষয়টি বিভাগীয় প্রধানকে খতিয়ে দেখার জন্য বলা হয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, দুটি কোর্সে একসঙ্গে ভর্তি হওয়া যাবে না। কিন্তু কোনও এন্ট্রান্স পরীক্ষা এর আওতায় পড়বে না। যদিও এই বিষয়টির উল্লেখ করা হয়নি৷ ছাত্র সংসদের একাংশের দাবি, এই তালিকা থেকে লগ্নজিতার নাম বাদ দিতে হবে। পুরোনো প্রকাশিত তালিকা বাতিল করে, প্রকাশ করতে হবে নতুন তালিকা৷ সূত্রের খবর, বিতর্ক মেটাতে ইতিমধ্যে নতুন তালিকা তৈরির কাজ শুরু করতে চলেছে সংস্কৃত বিভাগ৷ বিভাগীয় প্রধান দীপঙ্কর মুখোপাধ্যায় বলেন, বিষয়টি উপাচার্যের বিবেচনাধীন। তিনি যা বলবেন, তাই করা হবে। লগ্নজিতা বলেন, যদি এই তালিকা বাতিল হয়, তাহলে আইনি পদক্ষেপ করা হবে। সংস্কৃত বিভাগের অধ্যাপকরা জানাচ্ছেন, যে ইস্যুতে ওই নেত্রীর নাম বাদ দেওয়ার দাবি তোলা হয়েছে, সেই ইস্যুটি বেআইনী নয়৷ কারণ, পড়ুয়ারা বিভিন্ন বিষয়ে এমফিল করার সঙ্গে সঙ্গে অনেক সময়ই পিএইচডি-তে নিজেদের নাম নথিভুক্ত করেন। এক্ষেত্রে যা হয়েছে, তা হল, এমফিলের সময়কাল মার্চ-এপ্রিলে শেষ হয়ে যাবে। তারপর পিএইচডির কাজ শুরু করা যাবে। সেক্ষেত্রে কোনও বাধা থাকবে না। এদিকে, অনেকেই বলছেন, যদি ওই তালিকা বাতিল করা হয়, তাহলে যাঁদের নাম সেখানে ছিল, তাঁরা যদি মামলা করেন, তাহলে সমস্যা তৈরি হবে৷ সবমিলিয়ে বেশ অস্বস্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/২০:১২/১১ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ABBZXC
November 12, 2017 at 02:12AM
11 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top