১৩৩ পৌর-ইউপি-উপজেলার ভোট ২৮শে ডিসেম্বর

সুরমা টাইমস ডেস্ক:: পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের সাধারণ ও উপনির্বাচনসহ স্থানীয় সরকার পরিষদের ১৩৩টি প্রতিষ্ঠানের ভোট আগামী ২৮শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান এ তথ্য জানান। রিটার্নিং কর্মকর্তাদের কাছে ভোটের তফসিল ঘোষণার জন্যে রবিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাঠ পর্যায়ে নির্দেশনা পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তিনি জানান, ১৩৩ টি ভোটের মধ্যে ৪টি পৌরসভায় সাধারণ, ৩টি পৌরসভায় উপ-নির্বাচন, ৩৪ ইউপিতে সাধারণ ও ৯১ ইউপিতে উপ নির্বাচন এবং একটি উপজেলায় সাধারণ নির্বাচন হবে।

বিভিন্ন পদে সাধারণ ও উপ-নির্বাচনের ভোটের তারিখ কেন্দ্রীয়ভাবে অনুমোদন করেছে ইসি। এখন সংশ্লিষ্ট স্থানীয় সরকারের প্রতিষ্ঠানে রিটার্নিং অফিসার এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করবে।

ইসির সহকারী সচিব রাজীব আহসান জানান, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭শে নভেম্বর, বাছাই ২৮শে ও ২৯শে নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৭ ডিসেম্বর। ভোট হবে ২৮শে ডিসেম্বর।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2htDK4C

November 13, 2017 at 12:23AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top