জুরিখে পৌঁছেই মমতা বন্দোপাধ্যায়কে বার্তা ইনফানন্তিনোর

কলকাতা, ৪ নভেম্বরঃ জুরিখে পৌঁছেই মমতা বন্দোপাধ্যায়কে বার্তা পাঠিয়ে ধন্যবাদ জানালেন ফিফা সভাপতি  জিয়ানি ইনফানন্তিনো। তিনি চিঠি লিখে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপের ম্যাচগুলি আয়োজনের ব্যবস্থাপনার প্রশংসা করেছেন।

কলকাতায় এসেই বুঝেছিলেন, ফুটবলের প্রতি কলকাতার টান। যেভাবে একদিনের নোটিশে গুয়াহাটি থেকে সেমিফাইনাল কলকাতায় সরে আসার পর সফল হয়েছে প্রথমে তাতে চমকে গিয়েছিলেন ফিফা প্রেসিডেন্ট ইনফানন্তিনো। তারপর ফাইনালের আগে কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর আতিথেয়তা ও বাঙালিদের ফুটবল প্রেম দেখে তিনি অভিভূত। তাই জুরিখ পৌঁছে ফিফা সভাপতি চিঠি দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ জানিয়েছেন।

নবান্নে তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক বিবেক কুমার সেই চিঠির পৌঁছনোর সংবাদ দেন। চিঠিতে ইনফান্তিনোর মুগ্ধতার কথা জানিয়েছেন। যুব বিশ্বকাপের আয়োজন, যুবভারতীর পরিকাঠামো, সবকিছুর জন্যই পশ্চিমবঙ্গ সরকারের প্রশস্তি করেছেন তিনি।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2A6OMjR

November 04, 2017 at 01:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top