হবিগঞ্জে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাতপাড়িয়া গ্রামে এক তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের দায়ে মাহবুবুল ইসলাম সুমন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার (১২ই নভেম্বর) দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। মাহবুবুল ইসলাম সুমন হবিগঞ্জ সদর উপজেলার উচাইল শংকরপাশা গ্রামের জাকির হোসেন ওরফে নানু মাস্টারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়- ২০১০ সালের ২রা জানুয়ারি জেলার মাধবপুর উপজেলার সাতপাড়িয়া গ্রামের এক তরুণীকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় সুমন। পরে তাকে বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণ করে। এ ঘটনায় ওই দিন রাতেই মেয়ের চাচাত ভাই বাদী হয়ে সুমন ও তার বাবা নানু মাস্টারের বিরুদ্ধে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করে। দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ৩০শে সেপ্টেম্বর পুলিশ আসামি সুমনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। রায় ঘোষণার সময় সুমন পলাতক ছিল।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2jmAad3

November 12, 2017 at 11:31PM
12 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top