গয়েরকাটা, ১০ নভেম্বরঃ কাঠের চোরাচালান রুখতে বড় সাফল্য পেল মোরাঘাট রেঞ্জের বনদপ্তর। শুক্রবার সকালে গয়েরকাটা লাগোয়া হলদিবাড়ি চা বাগানে হানা দিয়ে প্রায় ৬ লক্ষ টাকার চোরাই শাল কাঠ উদ্ধার করলেন বনকর্মীরা। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
বনদপ্তর সূত্রে খবর, এদিন সকালে মোরাঘাট রেঞ্জের তোতাপাড়া বিটের সিজিএম ৩ কম্পারটমেন্টে রুটিন টহলদারির সময় বনকর্মীরা একটি শাল গাছ কাটা অবস্থায় দেখতে পান। এবিষয়ে তদন্তে নেমে তারা জানতে পারেন, হলদিবাড়ি চা বাগানের শ্রমিক লাইনে সেই চুরি যাওয়া কাঠ মজুত রয়েছে। পরে সেখানে হানা দিয়ে চোরাই শাল কাঠ উদ্ধার করেন বনকর্মীরা। যদিও চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
মোরাঘাট রেঞ্জের রেঞ্জার অজয় ঘোষ জানান, অভিযুক্তদের প্রাথমিকভাবে শণাক্ত করা হয়েছে। তাদের তল্লাশি চলছে।
সংবাদদাতাঃ জিষ্ণু চক্রবর্তী
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2m8Gd5G
November 10, 2017 at 04:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন