আগরতলা, ২৩ নভেম্বরঃ পরপর দুমাসের মধ্যে দুজন সাংবাদিক খুনের প্রতিবাদে ২৩ নভেম্বর সম্পাদকীয় কলাম ফাঁকা রাখল ত্রিপুরার অধিকাংশ সংবাদপত্র। কেউ পুরো কলাম ফাঁকা রেখেছে। কেউ কালো রঙে ভরিয়েছে, কারও আবার স্তম্ভের রং ছাই। সোমবার সেকেন্ড ত্রিপুরা স্টেট রাইফেলসের (টিএসআর) এক কনস্টেবলের গুলিতে খুন হন স্যন্দন পত্রিকার প্রবীণ সাংবাদিক সুদীপ দত্তভৌমিক। খুনের প্রতিবাদে বৃহস্পতিবার ইংরাজি সংবাদপত্র- ‘ত্রিপুরা অবজারভার’, ‘ত্রিপুরা টাইমস’ এবং বাংলা সংবাদপত্র- ‘দৈনিক সংবাদ’, ‘স্যন্দন পত্রিকা’ এবং ‘ত্রিপুরা দর্পন’-এর মতো সংবাদপত্র সম্পাদকীয় কলাম ফাঁকা রেখেছে। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাত্কারে ত্রিপুরা টাইমসের সম্পাদক মানস পাল বলেছেন, ‘প্রাতিষ্ঠানিক প্রতিবাদের কথা ভেবেই আমরা আজকের সম্পাদকীয় কলাম ফাঁকা রেখেছি। দু’মাসে দু’জন সাংবাদিকের খুন চিন্তার বিষয়।’ সাংবাদিক খুনের প্রতিবাদে যুব কংগ্রেস এবং বিজেপি আজ বন্ধ পালন করছে।
উল্লেখ্য, ৫২ বছরের সাংবাদিক সুদীপ দত্তভৌমিক টিএসআরের আর্থিক দুর্নীতি নিয়ে লেখালিখি করছিলেন। তাঁর নিশানায় ছিলেন টিএসআর কমান্ডেন্ট তপন দেববর্মা। স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে’র দাবি, ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে সুদীপকে। তাঁকে ডেকে পাঠিয়েছিলেন তপন দেববর্মা।
মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে তপন দেববর্মা এবং তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নন্দা রিয়াংকে। তাঁদের ১০ দিনের পুলিশি হেপাজতে পাঠানো হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2iINLZ1
November 23, 2017 at 06:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন