জ্বলন্ত মুহূর্তের সাক্ষী স্যাঞ্চুয়ারি এশিয়ায় প্রকাশিত এক ছবি

বাঁকুড়া, ১০ নভেম্বরঃ রোজকার পৃথিবীতে এমন সব ঘটনা ঘটে যেসব শুনলে বা দেখলে নিজেদের মনুষ্যত্ব নিয়ে প্রশ্ন উঠে যায়। মানুষ শুধু মানুষের সঙ্গেই নয়, যে জঙ্গল থেকে তাদের উত্‍পত্তি সেই জঙ্গলকেও প্রতিনিয়ত হত্যা করে চলেছে।

মানবতা ও বন্যাপ্রাণের নিধনের এক জ্বলন্ত মুহূর্তের সাক্ষী হয়েছিল একটি ফ্রেম। সম্প্রতি স্যাঞ্চুয়ারি এশিয়ায় প্রকাশিত এক ছবিতে বিশ্বজুড়ে প্রকৃতিপ্রেমীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বিদেশি কারো নয়, বন্যপ্রাণ আলোকচিত্রী বিপ্লব হাজরার তোলা ছবিটি পশ্চিমবঙ্গের বাঁকুড়ার। ছবিটিতে দেখা যাচ্ছে একটি বড় হাতি ও শিশু হাতিকে বোমা মেরে আগুন জ্বালিয়ে তাড়ানো হচ্ছে। প্রাণভয়ে দুটি বন্যপ্রাণী ছুটছে। একই ফ্রেমে মানবতা ও বন্যপ্রাণ দুটোরই হত্যা হতে দেখা যাচ্ছে।

বাঁকুড়া এলাকায় এশিয়ান হাতির প্রায় ৭০ শতাংশ বাস করে। জঙ্গল থেকে বেরিয়ে তারা মাঝেমধ্যেই লোকালয়ে ঢুকে পড়ে। জঙ্গল প্রতিনিয়ত বিনষ্ট করে মানুষ লোকবসতিও রোজই বাড়িয়ে চলে। ফলে বন্যপ্রাণ ও মানুষের লড়াইও সবসময়েই চলে। কিন্তু যেভাবে এই হাতিগুলিকে কষ্ট দেওয়া হচ্ছে তার জন্য ‘অমানবিক’ ছাড়া আর কোন শব্দ মাথায় আসবে না।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hg9u9w

November 10, 2017 at 01:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top