সুরমা টাইমস ডেস্ক :: নিজের নামে হাউজিং বরাদ্দপ্রাপ্ত ভোগদখলকৃত ভূমি দখলের পাঁয়তারা করছে একটি মহল, এমন অভিযোগে শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়রি (নং ১৩৩৯) করেছেন নগরীর আখালিয়া এলাকার বাসিন্দা মো. শহীদুর রহমান শহীদ।
সম্প্রতি (২৯/১০/১৭) তিনি এ জিডি দায়ের করেন।
জিডিসূত্রে জানা যায়, নগরীর শাহজালাল উপশহরস্ত সি ব্লকের মেইন রোডের ১/২নং প্লটটি তিনি তার নাম হাউজিং বরাদ্দ প্রাপ্ত হয়ে ১৯৯৯ সাল থেকে ভোগদখল করছেন।
সম্প্রতি শাহজালাল উপশহরের সি ব্লকের ৩৮নং রোডের ২নং বাসার সাব্বির আহমদ, ডি ব্লকের ২৫নং রোডের ১৩নং বাসার মৃত আশরাফ উদ্দিন খানের পুত্র মালেক খান (৬০), একই ব্লকের ৩২নং রোডের ১০নং বাসার কয়েছ আহমদ (৪০), সি ব্লকের ৩৭নং রোডের ৮নং বাসার আজিজুর রহমানের পুত্র সাইফুল আলম (৩০)সহ অজ্ঞাত আরও ১০/১২ জন এই ভূমি দখলের অপচেষ্টা করছেন।
জিডিতে তিনি উল্লেখ করেছেন এই ভূমিতে তিনি বাসা নির্মাণের উদ্দেশ্যে মাটি ভরাট কাজ করতে গেলে বিভিন্ন সূত্রে জানতে পারেন উল্লেখিত ব্যাক্তিরা দাঙ্গা-হাঙ্গামাসহ আরও নানা ঝুট-ঝামেলা করতে পারে।
তিনি শান্তি ও নিরাপত্তার স্বার্থে প্রশাসনকে বিষয়টি অবগত এবং কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য সাধারণ ডায়রি করার আবেদন করতে বাধ্য হয়েছেন বলেও উল্লেখ করেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2BfaqTu
November 27, 2017 at 11:53AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন