শিলিগুড়ি, ২৮ নভেম্বরঃ বহুদিন ধরেই মাটিগাড়া থানা এলাকায় বেআইনি মদ বিক্রির অভিযোগে সরব হন স্থানিয়রা। আঠারোখাই গ্রামপঞ্চায়েতের শিশুবাড়ি ও মাউরিয়া বস্তী এলাকায় রমরমিয়ে চলত বেআইনি মদের ব্যবসা। শিশুবাড়ি ফরেস্টেও প্রকাশ্যে বসত জুয়ার আসর। স্থানীয়রা দীর্ঘদিন ধরে অভিযোগ জানালেও কোনও রকম ব্যাবস্থা নেয়নি পুলিশ প্রশাসন। ফলে বাধ্য হয়ে আসরে নামতে হল মহিলাদের। আঠারোখাই গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ১০ টি স্বনির্ভর দলের শতাধিক মহিলা একত্রে অভিযান চালায় শিশুবাড়ি ও মাউরিয়া বস্তী এলাকায়। তারা বেআইনি মদের ঠেকে অভিযান চালিয়ে সমস্ত মদ নষ্ট করে দেন, চোলাই এর পাত্রগুলি ভেঙে দেন। বেশ কিছুক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরে পুলিশও অবশ্য সেই অভিযানে মহিলাদের সম্পূর্ণ সহযোগিতা করে।
সংবাদদাতা- খোকন সাহা
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zMzXHi
November 28, 2017 at 03:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন