নগরীতে ফের বিপিএল’র টিকেট না পেয়ে হুলস্থুল

নিজস্ব প্রতিবেদক:: বিপিএল’র টিকেট না পেয়ে বিক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা সিলেট জেলা স্টেডিয়ামে ইটপাটকেল ও জুতা নিক্ষেপ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। আজ বুধবার (০১লা নভেম্বর) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপিএল’র টিকেটের জন্য গত রাত থেকে জেলা স্টেডিয়ামে ক্রিকেটপ্রেমীরা ভিড় করেন। মাত্র কয়েকটি টিকেট বিক্রির পরই ঘোষণা করা হয় ৫ই নভেম্বরের ম্যাচের ২০০ টাকা মূল্যের টিকেট শেষ। এর কিছুক্ষণ পর ৫০০ টাকা মূল্যেরও টিকেট শেষ হওয়ার ঘোষণা আসে।

এই সামান্য টিকেট বিক্রির পরই কাউন্টার বন্ধ করে দেয়ার চেষ্টা করলে লাইনে দাঁড়ানোর টিকেট প্রত্যাশীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এসময় তারা কাউন্টার লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। একপর্যায়ে তারা টিকেট বিক্রির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের লক্ষ্য করে জুতাও ছুড়ে মারে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ চালায়। পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করেন টিকিট প্রত্যাশীরা। একসময় তারা পুলিশের লাঠিচার্জে স্টেডিয়াম এলাকা ত্যাগ করেন।

গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া বিপিএলের টিকিট বিক্রিতে এরই মধ্যে বিস্তর অভিযোগ পাওয়া গেছে। এমনকী এরই মধ্যে ২০০ টাকার টিকিট ২০০০ টাকায় বিক্রির বিজ্ঞাপনও দেখা গেছে বিভিন্ন ফেসবুক পেজে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2gTWwOu

November 01, 2017 at 08:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top