তারকাঠাসা কুমিল্লা

নিজস্ব প্রতিবেদক ● বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে দুর্দান্ত দল গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টিম কম্বিনেশন বজায় রেখে দেশি-বিদেশি একঝাঁক তারকা নিয়ে এবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছে কুমিল্লাবাসী। এ বছর ফ্রান্সাইজিগুলোর মধ্যে অন্যতম ফেভারিট দল তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

গেল আসরে বেশ বাজে পারফর্ম করায় ষষ্ঠ হয়ে বিদায় নিতে হয় কুমিল্লাকে। বিশেষ করে, দলনেতা মাশরাফির চাওয়া অনুযায়ী ক্রিকেটার না কেনা, টানা হারের কারণে টিম হোটেল ছেড়ে বাসায় চলে যাওয়ার আলোচনা ছিল সমর্থকদের মুখে মুখে। এবার সে সব স্মৃতি ভুলে নতুন উদ্যমে শুরু করতে চাচ্ছে কুমিল্লা।

এ বছর বেশ শক্তিশালী ব্যাটিং লাইন গড়েছে কুমিল্লা। স্কোয়াডে আছেন বাংলাদেশে দলের তিনজন টপ অর্ডার ব্যাটসম্যান-তামিম ইকবাল, ইমরুল কায়েস এবং লিটন দাস। বিদেশী তারকা ব্যাটসম্যানদের মধ্যে বছরজুড়ে ফর্মে থাকা ফখর জামান, জস বাটলার ও কলিন মুনরো। মিডল অর্ডারের দায়িত্ব থাকবে মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো এবং শোয়েব মালিকের ওপর। এ ছাড়া রয়েছেন ডোয়াইন ব্রাভো এবং মোহাম্মদ নবীর মতো অলরাউন্ডার।

বোলিং আক্রমণে আরও ধারালো কুমিল্লা। দলে আছে ওয়ানডের নাম্বার ওয়ান পেসার হাসান আলী। পাক তরুণ বোলার ফাহিম আশরাফ, জিম্বাবুয়ের ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার সলোমন মিরে এবং টাইগার পেসার আল আমিন হোসেন। ঘূর্ণি বলে তাক লাগাতে পারেন রশিদ খান। তাকে সঙ্গ দেবেন বাংলাদেশের আরাফাত সানি।

মূল প্লেয়ার
দুর্দান্ত ফর্মে আছেন রশিদ খান। টি-টোয়েন্টিতে প্রতিপক্ষের জন্য ত্রাস হয়ে দাঁড়াতে পারেন রশিদ। তার জ্বলে উঠার দিনে ম্লান হতে পারে প্রতিপক্ষের জয়ের আশা। ইতোমধ্যে চার-ছক্কার এই ফরম্যাটে নিজের শক্তিমত্তার জানান দিয়েছেন রশিদ। এখন পর্যন্ত ৬৮ উইকেট ঝুলিতে পুরেছেন এই আফগান স্পিনার।

প্রধান কোচ
মোহাম্মদ সালাউদ্দিন

স্কোয়াড
দেশি: তামিম ইকবাল (আইকন), ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফুদ্দিন, আল আমিন জুনিয়র, আরাফাত সানী, অলক কাপালি, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, এনামুল হক, রকিবুল হাসান।

বিদেশি: মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, জস বাটলার, হাসান আলী, ডোয়াইন ব্রাভো ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, শোয়েব মালিক, ফখর জামান, জস বাটলার, কলিন মুনরো, মোহাম্মদ নবী, রশিদ খান, সলোমন মিরে, রুম্মন রইস, গ্রেম ক্রেমার।

সিলেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তিন ক্যারিবিয়ান
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যাম্পে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার। মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছান ম্যারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো ও ডোয়াইন ব্রাভো। পরদিন বুধবার সিলেটে ক্যাম্পে যোগ দেন এই তিন ক্যারিবিয়ান।

লম্বা যাত্রার ক্লান্তিতে প্রথমদিন অনুশীলনে ছিলেন না তারা তিনজন। বৃহস্পতিবার থেকে কোচ সালাউদ্দিনের অধীনে অনুশীলনে নামবেন তারা।

এছাড়া স্যামুয়েলস ও দুই ব্রাভোর সঙ্গে একই ফ্লাইটে সিলেট পৌঁছান বাংলাদেশ জাতীয় দলের তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে মঙ্গলবার ঢাকায় ফিরে একদিন বিশ্রাম নিয়েছেন তিনি।

এর আগে মঙ্গলবার আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী ও রশিদ খান এবং ইংলিশ ক্রিকেটার জস বাটলার সিলেটে পৌঁছান। বুধবার তারা দলের সঙ্গে অনুশীলন করেছেন।

সিলেটে দুটি ম্যাচ খেলবে কুমিল্লা। তাদের প্রথম ম্যাচ ৫ নভেম্বর স্বাগতিক সিলেট সিক্সার্সের বিপক্ষে। পরের দিন প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে কুমিল্লা। ইনজুরির কারণে প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না তামিম ইকবাল। তার জায়গায় অধিনায়কের দায়িত্ব পালন করবেন ইমরুল কায়েস।

The post তারকাঠাসা কুমিল্লা appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2gXFH54

November 02, 2017 at 06:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top