এমপি কেয়া চৌধুরীর উপর হামলা,উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক:: হবিগঞ্জের বাহুবলে কেয়া চৌধুরী এমপি ও নারী ইউপি মেম্বারের উপর হামলার ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়া ও জেলা পরিষদ সদস্য সাহেদের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত শনিবার রাতে মামলাটি দায়ের করেন উপজেলার লামাতাসী ইউপির সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য পারভীন আক্তার।

মামলায় নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তারা মিয়া ও হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদসহ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৪/১৫ জনকে আসামি করা হয়।

গত ১০ই নভেম্বর উপজেলার মিরপুর বাজারের অদূরে বেদে পল্লীতে সরকারি সহায়তার চেক বিতরণকালে হবিগঞ্জ-সিলেটের দায়িত্বপ্রাপ্ত নারী সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপির উপর হামলার ঘটনা ঘটে। এ হামলায় নারী ইউপি সদস্য পারভীন আক্তার, সাবেক নারী ইউপি সদস্য রাহিলা আক্তারসহ কয়েকজন আহত হন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, গত শনিবার রাতে মামলাটি দায়ের হয়েছে। রোববার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2hDYcMj

November 20, 2017 at 09:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top