সুরমা টাইমস ডেস্ক:: সিলেট নগরীর সুবিদবাজারে পারিবারিক চাপ সহ্য করতে না পেরে লিজা বেগম(২৩) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে নগরীর সুবিদবাজারস্থ কর্ণার ভিউ টাওয়ারে এ ঘটনা ঘটে। পুলিশ আজ শুক্রবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে। আত্মহত্যাকারী গৃহবধূ বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের তমছির আলীর মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়,গত আগষ্ট মাসে বড়লেখার হাটবন গ্রামের আমেরিকা প্রবাসী মাহতাব উদ্দীনের সাথে তার বিয়ে হয়। বিয়ের একমাস পরই মাহতাব আমেরিকা চলে যায়। এরপর থেকে লিজা মাহতাবের পরিবারের সাথে সুবিদবাজারস্থ কর্ণার ভিউ টাওয়ারের ০৭ম তলার ফ্ল্যাটে বসবাস করতো। মাহতাব এর আগে আরো একটি বিয়ে করে। প্রথম স্ত্রীর অনুমতিনিয়ে বিয়ে করলেও এখন সে লিজাকে ডিভোর্স লেটারে সাক্ষর করার জন্য চাঁপ সৃষ্টি করে। এই চাঁপ সহ্য করতে না পেরে লিজা আত্মহত্যা করেছে বলে জানায় মাহতাবের পরিবার। তবে লিজার মামা ইকবাল আহমদের দাবী তার ভাগ্নীকে শ্বশুড় বাড়ীর লোকজন পরিকল্পিত ভাবে হত্যা করেছে। তবে সিলেট কতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল হোসেন বলেন,ঘটনাটি হত্যা না আত্মহত্যা জানা যায়নি,তবে লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে,এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zvrZBU
November 03, 2017 at 09:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন