গুগল ডুডলের নৃত্য সম্রাজ্ঞীকে সম্মান

নয়াদিল্লি, ৮ নভেম্বরঃ বিশিষ্ট কত্থক শিল্পী সীতারা দেবীকে ৯৭ তম জন্মদিবসে সম্মান জানাল গুগল ডুডল। ১৯২০ সালের ৮ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন এই নৃত্যশিল্পী। তাঁর পরিবার ছিল বারাণসীর বাসিন্দা। সীতারাদেবীর বাবা সুখদেব মহারাজও একজন বিশিষ্ট কত্থক শিল্পী ছিলেন। এবং মা মতস্য কুমার ছিলেন নেপালের রাজপরিবারের সদস্য।

ছোটোবেলা থেকেই কত্থক শেখা শুরু করেছিলেন সীতারাদেবী। আর নাচের প্রতি তাঁর ভালবাসার জেরেই পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন তিনি। এরপর মুম্বইতে চলে যান তাঁরা।

মাত্র ১২ বছর বয়সেই পরিচালক নীরঞ্জন শর্মার চোখে পড়েন সীতারাদেবী। দু’টি হিন্দি ছবিতে কাজও করেছিলেন সীতারা। দেশ এমনকি বিদেশেও তাঁর নাচ জনপ্রিয় হয়েছিল। ১৬ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে ‘নৃত্য সম্রাজ্ঞী’ নামে সম্বোধন করেছিলেন। ১৯৭৩ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন সীতারাদেবী।

২০১৪ সালের ২৫ নভেম্বর প্রয়াত হন এই নৃত্যশিল্পী।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hcTCEz

November 08, 2017 at 06:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top