মৌলভীবাজারে শিশু হত্যার দায়ে ০১ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি:: সিলেট মৌলভীবাজারে ৮ বছরের এক শিশুকে দা দিয়ে কুপিয়ে হত্যার দায়ে চান মিয়া নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত চান মিয়া কমলগঞ্জ উপজেলার বাদে উবাহাটা গ্রামের আবু আলীর ছেলে।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলামের আদালতে এ রায় দেন।

আদালতের এপিপি কৃপাসিন্ধু দাশ জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০০৮ সালের ২৫শে মার্চ ভাই মো. আলী আকবরের ছেলে তাজুল ইসলামকে (৮) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে চান মিয়া। ঘটনার দিনই আলী আকবর বাদী হয়ে হত্যা মামলা করেন।

পরবর্তীতে একই বছরের জুন মাসে চান মিয়া আদালতে আত্মসমর্পণ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন এবং জামিন নিয়ে তিনি পালিয়ে যান।

আসামির জবানবন্দী ও তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দিয়েছেন। আসামি এখনো পলাতক রয়েছেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2lYtN0l

November 07, 2017 at 10:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top