বিএনপিকে রেখে বাংলার মাটিতে কোন নির্বাচন হবে না- দিলদার হোসেন সেলিম

নিজস্ব প্রতিনিধি:: বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম বলেছেন, বিএনপিকে মাঠের বাহিরে রেখে বাংলার মাটিতে কোন নির্বাচন হবে না। মিথ্যাচার ও অবৈধ সরকার ক্ষমতায় আসার পর দেশে টাকা ছাড়া কোন চাকরী হয়না। সরকার অবৈধভাবে ক্ষমতায় এসে দেশের কোন উন্নয়ন না করে শুধু নিজেদের আখের গোছাতে ব্যস্ত রয়েছে। দেশে এক নায়ক তন্ত্র কায়েম করার ব্যর্থ চেষ্টা করছে আওয়ামীলীগ সরকার। তাদের এই পরিকল্পনাকে নস্যাৎ ও গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে। সে লক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বুধবার (২৯শে নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় রাধানগরে আগামী ৮ ডিসেম্বর বিএনপির মহা সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি উসমান গণির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম স্বপনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি লুৎফুল হক, সিলেট জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম শাহপরান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, বিএনপি নেতা মোকাদ্দছ আলী, লোকমান উদ্দিন, আব্দুল কাদির। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জালাল উদ্দিন, জামাল উদ্দিন, হারুনুর রশিদ, আব্দুস সালাম, সাইদুর রহমান, আবুল কাশেম, আতিকুর রহমান, সুরুজ আলী মেম্বার, কমর উদ্দিন, জাকারিয়া, বুলবুল আহমেদ, লিটন মেম্বার, শরীফ উদ্দিন, মজির আহমেদ, রবি খান, আব্দুল হক, জিল্লুর রহমান, ফরিদ আহমদ, হোসেন আহমদ, উপজেলা

যুবদল সভাপতি আব্দুল মতিন, যুবদল নেতা রুহুল আমিন, গোলাম কিবরিয়া সাত্তার, জিয়ারত খান, এখলাছুর রহমান, শাহাব উদ্দিন আহমেদ, জিএম শফিক, আঃ আলীম, মাসুদ রানা, আব্দুল্লা, মন্তাজ আহমেদ, ইলিয়াস আলী, ফখরুল আহমেদ, রহিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জাহিদ খান, ছাত্রদল নেতা গোলাম কদ্দুছ কামরুল, সালেহ আহমেদ, সালাহ উদ্দিন আল মামুন, বিল্লাল উদ্দিন, ফয়েজ আহমেদ, মমিনুল হক, আক্তার ফারুক, সোহেল আহমেদ, কামাল, ইকবাল আহমেদ, আল আমিন, মনোয়ার হোসেন, রুবেল, আসাদুজ্জামান, মিজানুর রহমান, জহির উদ্দিন, নাজির হোসেন, ফয়েজ আহমেদ, আঃ মুমিন, এম আজিজ, শাহনুর আহমেদ, কামরুল ইসলাম, হাসান আহমেদ, জাহাঙ্গীর আলম রানা, নাঈম পারভেজ, রাসেল, রিয়াজ উদ্দিন, লোকমান হোসেন, আলাল, আরিফ, ইউসুফ, কলেজ ছাত্রদল নেতা সাদেক আহমেদ, জসিম আহমেদ, ফাহিম, রাসেল, গোলাম রাব্বানী, রোকন আহমেদ প্রমুখ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2nfpHBI

November 29, 2017 at 11:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top