মফস্বলে কোনো সাংবাদিকতা নেই- ওবায়দুল কাদের

সুরমা টাইমস ডেস্ক::
সাংবাদিক নেতাদেরকে মফস্বল সাংবাদিকদের বিষয়ে খোঁজ-খবর নেয়ার অনুরোধ জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘প্লিজ মফস্বলে যান, ওখানে কোনো সাংবাদিকতা নেই।’

সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ মার্চের ভাষণ প্রামাণ্য শাখায় স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে/একাংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে/একাংশ) সাংবাদিক আনন্দ সম্মিলনীর আয়োজন করে।

এতে সাংবাদিকদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘সাংবাদিকরা এখন এই পেশাটাকে যে কী অবস্থায় নিয়ে গেছে! আমার এলাকার আশপাশের এলাকার এক সাংবাদিক আছে। আমি জানি না সে এক লাইন শুদ্ধ বাংলা লিখতে পারে কি না। সে একটি কাগজের সাংবাদিক।’

এ সময় সাংবাদিক নেতাদের মফস্বল সাংবাদিকদের কাছে গিয়ে তাদের অবস্থা দেখার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমি অনুরোধ করবো- প্লিজ মফস্বলে যান, ওখানে কোনো সাংবাদিকতা নেই।’

তিনি বলেন, ‘আমি নিজেও সাংবাদিক ছিলাম। যারা ভালো সাংবাদিক তারা প্রফেশনাল। পড়াশোনা করে তারা সাংবাদিকতা করেন। তাদেরকে সাংবাদিকতায় নিয়ে আসুন।’

বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বিএসএমএমইউ’র উপাচার্য কামরুল হাসান খান, বিএফইউজের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বিএফইউজে মহাসচিব ওমর ফারুক চৌধুরী, ডিইউজের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zG8uUv

November 13, 2017 at 10:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top