ঢাকা উত্তর সি‌টি ক‌র্পো‌রেশ‌নের মেয়র আনিসুল হ‌কের অবস্থা ‘‌স্থি‌তিশীল’


সুরমা টাইমস ডেস্ক :: লন্ড‌নের ইউ‌নিভার‌সি‌টি ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন আনিসুল হ‌কের অবস্থা স্থি‌তিশ‌ীল র‌য়ে‌ছে।

ঢাকা উত্তর সি‌টি ক‌র্পো‌রেশ‌নের মেয়রের চি‌কিৎসার ব্যাপা‌রে লন্ডনস্থ বাংলা‌দেশ হাইক‌মিশ‌নের ডেপু‌টি হাইক‌মিশনার খোন্দকার এম তালহা বৃহস্পতিবার জানান, আমরা সার্বক্ষ‌নিক বাংলা‌দেশ হাইক‌মিশ‌নের পক্ষ থে‌কে উনার প‌রিবা‌রের সা‌থে যোগা‌যোগ রাখ‌ছি। চি‌কিৎসকরা এখ‌নো তাকে নি‌বিড় পর্য‌বেক্ষ‌নে রে‌খে‌ছেন। আইসিউ‌তে নেবার পর থে‌কে তাঁর শারী‌রিক অবস্থা স্থি‌তিশ‌ীল র‌য়ে‌ছে। আনিসুল হ‌কের স্বাস্থ্যগত উল্লেখযোগ্য কোন আপডেট থাক‌লে আপনারা তা উনার প‌রিবা‌রের মাধ্য‌মে সা‌থে সা‌থে জান‌তে পার‌বেন।

লন্ড‌নে আনিসুল হ‌কের স্ত্রী রুবানা হক সহ তার পুত্র ও কন্যা অবস্থান করে সার্বক্ষ‌নিক তাঁর চি‌কিৎসার দেখভাল কর‌ছেন।

সুত্র জানায়, ‌মেয়র আনিসুল হক সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর এক ধর‌নের প্রদাহ) আক্রান্ত হন। এ রো‌গের চি‌কিৎসায় ব্যাবহৃত মে‌ডিসি‌নের প্রভা‌বে তার শরী‌রের স্বাভা‌বিক রোগ প্র‌তি‌রোধ ব্যাবস্থা ক্ষ‌তিগ্রস্থ হ‌য়ে‌ছে। এ কার‌নেই তি‌নি ইন‌ফেকশ‌নে আক্রান্ত হ‌ন। অবস্থার অবন‌তি ঘটায় ‌মঙ্গলবার ফের তা‌কে আইসিইউ‌তে নেয়া হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2iqFXyc

November 30, 2017 at 02:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top