ইংল্যান্ডের ক্লাবের থেকে অফার পেলেন ধীরাজ সিং

নয়াদিল্লি, ৩০ নভেন্বরঃ বিশ্বকাপের মঞ্চে নিজেকে প্রমান করায় কোন ফাঁক রাখেনি ভারতের যুব দলের গোলরক্ষক ধীরাজ সিং। প্রত্যেকটা ম্যাচেই নিজের জাত চিনিয়েছে ১৭ বছরের এই ছেলেটি। ফলস্বরূপ বিদেশি ক্লাবের নজরে এখন ভারতের যুব বিশ্বকাপ দলের প্রথম গোলরক্ষক ধীরাজ সিং। স্কটিশ প্রিমিয়ার লিগ ক্লাব মাদারওয়েল এফসির কাছে থেকে ট্রায়ালের অফার পাওয়ার পর এবার ইংল্যান্ডের লিগ ওয়ান ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্সের কাছ থেকেও অফার পেলেন মণিপুরের তরুণ এই গোলরক্ষক। তবে ইংল্যান্ডের ক্লাবটি  ধীরজকে ৩ মাসের জন্য ট্রেনিংয়ের অফার দিয়েছে।

এই মুহুর্তে ফেডারেশনের দল ইন্ডিয়ান অ্যারোজের হয়ে আই লিগ খেলতে ব্যস্ত ধীরজ। তাই আগামী সময়ে কী করবেন তা এখনও চূড়ান্ত করেননি। ২ সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে কোথায় যাবেন প্রতিশ্রুতিমান এই গোলকিপার।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2j3YPQr

November 30, 2017 at 02:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top