দিল্লিতে জোড়-বিজোড় নীতিতে সায় এনজিটি-র

নয়াদিল্লি, ১১ নভেম্বরঃ দিল্লির দূষণ নিয়ন্ত্রণে গাড়ি চলাচলের ক্ষেত্রে জোড়-বিজোড় (অড-ইভেন) নীতিতে ছাড়পত্র দিল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল (এনজিটি)। ১৩ থেকে ১৭ নভেম্বর এই নীতি মেনে গাড়ি চলাচল করবে রাজধানীর রাস্তায়। সেক্ষেত্রে মোটর বাইক, সরকারি গাড়ি ও মহিলা চালকরাও এই নীতির আওতায় পড়বে। তাদের জন্য কোনও ছাড় দেয়নি গ্রিন ট্রাইবুনাল। তবে জরুরি পরিসেবায় ব্যবহৃত গাড়িগুলির ক্ষেত্রে জোড়-বিজোড় নীতি কার্যকর হবে না।

এদিকে দূষণ নিয়ন্ত্রণে আনতে দেরিতে পদক্ষেপ নেওয়ায় ও গাড়ি চলাচলের ক্ষেত্রে অড-ইভেন নীতি চালু না করায় দিল্লি সরকারকে তীব্র কটাক্ষ করেছে গ্রিন ট্রাইবুনাল। দূষণের মাত্রা বেশি থাকা সত্ত্বেও কেন জোড়-বিজোড় পদ্ধতি প্রয়োগ করা হয়নি, তা জানতে চায় তারা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2mezHKN

November 11, 2017 at 03:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top