চিন সীমান্তে দ্রুত সেনা পৌঁছতে সড়র নির্মাণের কাজ শুরু

পিথোরাগড় (উত্তরাখণ্ড), ২১ নভেম্বরঃ সেনাহিনীর প্রয়োজনে ভারত-চিন সীমান্তে দ্রুত যাতায়াতের জন্য শুরু হল সড়ক নির্মাণ প্রকল্পের কাজ। ২০১৯-এর মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে দাবি সড়ক নির্মাতা সংস্থার।

সোমবার থেকে উত্তরাখণ্ডের টনকপুর-পিথোরাগড় ১৫০ কিমি দীর্ঘ ও ১২ মিটার চওড়া সড়ক প্রকল্পের কাজ শুরু হয়। ১২৫ নম্বর জাতীয় সড়ক প্রকল্পের একজিকিউটিভ ইঞ্জিনিয়ার এল ডি মাথেলা জানিয়েছেন, তিনটি বাইপাস ছাড়া প্রকল্পের খরচ পড়বে ১০৬৫ কোটি টাকা।

চলতি বছরের গোড়ার দিকে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AhLMFb

November 21, 2017 at 02:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top