দলে কিছু পরগাছাও থাকে-ওবায়দুল কাদের

সুরমা টাইমস ডেস্ক:: ক্ষমতায় থাকলে আদর্শিক কর্মীদের সঙ্গে দলে কিছু পরগাছাও থাকে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মহিলা আওয়ামী লীগ আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কো ওয়ার্ল্ড ডকুমেন্টরি হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘আজিমপুরের ঘটনায় যারা শৃঙ্খলা নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মহানগর পুলিশ কমিশনারকে অনুরোধ করা হয়েছে। বিশৃঙ্খলাকারীদের গ্রেফতার করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে দু’একজনকে গ্রেফতারও করা হয়েছে।’

অন্যকোনও সরকারের আমলে দলীয় কর্মীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ইতিহাস নেই দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘অতীতে অনেক দলের নেতাকর্মী অনেক অপরাধ করে পার পেয়ে গেছে। এসব দল কখনও অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কিন্তু আওয়ামী লীগ সবসময় কারও বিরুদ্ধে অভিযোগ পেলে শুধু সাংগঠনিক না, প্রশাসনিক ব্যবস্থাও নিয়েছে। সে জন্য সংসদ সদস্য হয়েও কারাগারে থাকা, মন্ত্রী হয়েও আদালতে হাজিরা দেওয়ার ঘটনা দেখা যায়।’

তিনি নারীদের উদ্দেশে বলেন, ‘নারীদের বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়নের চাকা সচল হবে না। নারীরা হবে নির্বাচনের অন্যতম হাতিয়ার। নির্বাচনের জন্য সবাইকে পাড়ায় পাড়ায় গিয়ে সরকারের উন্নয়নের কর্মকাণ্ড কথা বলতে হবে, উঠান বৈঠক করতে হবে। এবারের নির্বাচন একটি চ্যালেঞ্জিং নির্বাচন।’

খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘তিনি আদালতে হাজিরা দিতে গিয়ে বলেন ন্যায়বিচার পাবেন না। তাহলে আদালতের ওপর আপনার বিশ্বাস নাই। আদালতে ঘণ্টার পর ঘণ্টা বক্তব্য দিয়েছেন। আপনার আত্মপক্ষে দেওয়া বক্তব্য নতুন করে বিশ্ব রেকর্ড হবে।’

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মহিলা সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা খাতুন, দফতর সম্পাদক রোজিনা নাছরীন প্রমুখ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2iZKXGb

November 16, 2017 at 10:28PM
16 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top