কুমিল্লার বার্তা ডেস্ক ● বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় ম্যাচে স্বাগতিক সিলেট সিক্সার্সের মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে সিলেটের অধিনায়ক নাসির হোসেন কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ২০ ওভার ব্যাটিং শেষে কুমিল্লার সংগ্রহ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান। কুমিল্লার হয়ে ওপেন করতে আসেন লিটন কুমার দাস ও ইমরুল কায়েস।
এই দুই ওপেনার দেখে-শুনে ভালোই জবাব দিচ্ছিলেন সিলটের বোলারদের। ৩৬ রানের একটি অসাধারণ জুটিও গড়ে তোলেন।
কিন্তু প্রথম দিনের মতই এদিনও সিলেটের হয়ে প্রতিপক্ষে শিবিরে প্রথম আঘাত হানেন নাসির হোসেন। ইনিংসের পঞ্চম ওভার করতে আসেন নাসির। নাসিরের পঞ্চম বলটি ইমরুল সজোরে খেলতে চাইলে, ব্যাটের কোনায় লেগে সরাসরি স্ট্যাম্পে আঘাত হানে। ফলে ১২ রান করেই সাজঘরে ফেরেন কুমিল্লার এই ওপেনার।
এরপরই তাইজুলের জোড়া আঘাত। পর পর ব্যক্তিগত দুই ওভারে তুলে নেন লিটন দাস ও জস বাটলারের উইকেট। প্রথম পাওয়ার প্লে শেষে কুমিল্লার সংগ্রহ ছিল দুই উইকেটে ৪০। ২০ ওভার শেষে কুমিল্লার সংগ্রহ করে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান। ম্যাচ জয়লাভ করতে ১৪৬ রানের টার্গেট সিলেটের।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ
ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মারলন স্যামুয়েলস, জস বাটলার, অলক কাপালি, ডুয়াইন ব্রাভো, মোহাম্মদ নবি (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দীন, রশীদ খান, আরাফাত সানী, আল-আমিন হোসেন।
সিলেট সিক্সার্সঃ
উপল থারাঙ্গা, আন্দ্রে ফ্লেচার, রস হোয়েটলি, সাব্বির রহমান, নাসির হসেন (অধিনায়ক), শুভাগত হোম, নুরুল হাসান, তাইজুল ইসলাম, আবুল হাসান, লিয়াম প্লাঙ্কেট, ক্রিশমার সান্টকি।
The post সিলেটকে ১৪৬ রানের টার্গেট দিল কুমিল্লা appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.
from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2heiO13
November 05, 2017 at 03:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন