কানাইঘাটে শিশু নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি:: সিলেট কানাইঘাটে শিশুদের ঝগড়া নিয়ে চিকিৎসধীন অবস্থায় জয়নাল আবেদীন নামে একজন নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে নিহতের পিতা মতিউর রহমান বাদী হয়ে একই গ্রামের মৃত আহমদ আলীর পুত্র রহমত আলী, আব্দুস সালাম মনা, মেয়ে কুলছুমা বেগম, মনি বেগম, রহিমা বেগম, স্ত্রী আনোয়ারা বেগম ও মেয়ের জামাই জকিগঞ্জ উপজেলার কিলোগ্রামের মজনু মিয়ার পুত্র জামিল আহমদের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২/৩জনকে আসামী করে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১১তাং ১৩/১১/২০১৭ ইং।

মামলা সূত্রে জানা যায় উপজেলার ৩ নং দিঘীরপাড় ইউপির দক্ষিণ ঠাকুরের মাটি গ্রামে গত বুধবার দুপুর ১২ টায় মতিউর রহমানের শিশু পুত্র তানভীর আহমদ(১৫) বাড়ির পাশের খালে মাছ ধরতে গেলে পাশ্ববর্তী বাড়ির মৃত আহমদ আলীর নাতিরা তাকে মারধর করে তাড়িয়ে দেয়। এতে তানভীরের স্বজনরা এদের বাড়িতে নালিশ দিতে গেলে দু-বাড়ির মধ্যে ঝগড়া হয়। এক পর্যায় রহমত আলীরা এদের প্রতি ক্ষিপ্ত হয়ে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে মতিউর রহমানের বাড়িতে অনাধিকার প্রবেশ করে হামলা চালায়। তাদের হামলায় মতিউর রহমানের পুত্র জয়নাল আবেদীন সহ কয়েক জন আহত হন। এদের মধ্যে জয়নাল আবেদীন দীর্ঘ ৫ দিন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার বেলা দেড় টার দিকে মারা যায়। বিষয়টি আপোষে মীমাংসার জন্য স্থানীয় ইউপি সদস্য কাওসার আহমদ উদ্যোগ নিয়ে আহত জয়নাল আবেদীনের চিকিৎসার খরচ বহনে উভয় পক্ষের কাছ থেকে ৩০ হাজার টাকা আমানত গ্রহন করেন । কিন্তু তা সত্বেও ইউপি সদস্য কয়ছর আহমদ জয়নাল আবেদীনের চিকিৎসা বাবত কোন টাকা দেন নাই। এবং বিষয়টি সালিশ বিচারেরও কোন উদ্যেগ না নিয়ে কালক্ষেপন করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে ইউপি সদস্য কাওসার আহমদ জানান একটি চক্র তাকে জড়িয়ে যে কথাগুলো বলছে তা সত্য নয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2z0v7WD

November 15, 2017 at 12:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top